What is our duty towards Islam?

দ্বীন ইসলমের প্রতি আমাদের দায়িত্ব কত টুকু ?

মহান আল্লাহ কুরআন মাজিদ এ বলেন,
قل ان كنتم تحبون الله فاتبعونى يحببكم الله و يغفر لكم ذنوبكم والله غفورحيم. (سورة ال عمران٣ اية ٣١) 
অর্থাৎ :- হে মুহাম্মাদ (ছ:) ঈমানদারগণকে আপনি বলে দিন যে তোমরা য‌দি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ গুলিকেও ক্ষমা করে দিবেন ।(আল-ইমরান ৩:৩১)

শুধু এতটুকু নয় বরং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিন ইসলাম কে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া তাই হজরত মুহাম্মদ (ছ:) হাদীস পাক এ বলেন
و عن عبداللّه بن عمر وبن العاص رضى اللّه عنهما: انّ النّبىّ(ص) قال بلّغوا عنّى ولو اية،  رواه البخارى

অর্থাৎ:- হাদীস টি হজরত আব্দুল্লাহ বিন অমর ও ইবনে আজ (রা:) আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার তরফ থেকে মানুষের মধ্যে আহকামে ইলাহি ছড়িয়ে দাও । যদি আমি বা আপনি ইছলাম সম্পর্কে একটি শব্দও জানি বা জানেন তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।




English Terms 

What we should do in Islam ?
Allah the Almighty says in the holy Qur'an:
 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَتَّبِعُوْنِىْ يُحِبِبْكُمُ اللّٰهُ وَ يَغْفِرْلَكُمْ ذُنُوْبَكُمْ، وَاللّٰهُ غَفُوْرٌرَّحِيْمٌ
  O Muhammad (s.a.w), tell the believers that if you want to love Allah, then follow me, then Allah will love you and forgive you your sins, and Allah is Forgiving, Merciful.             (Al-Qur'an3:31)

Not only that, but the most important thing is to spread Islam among the people,That is why the Prophet Muhammad (peace be upon him) said in a hadith:
وَ عَنْ عَبْدُاللّهِ بْنِ عَمْرِ وَبْنِ العَاص رَضِى اللّهُ عَنْهُمَا: اَنَّ  النَّبِىَّ(صـ) قَالَ ، بَلِّغُوْا عَنِّىْ وَلَوْ آيَةً  
 (رَوَاهُ البُخَارى) 

Spread the word of God (Ahkam-e- Elahi)among the people on my behalf

In simple terms, if you know a word about Islam, you have to tell people, that's the rule






Comments

Post a Comment

Popular posts from this blog

Did Islam spread by the sword?